এশিয়ান গেমস ক্রিকেট: মুক্তারের জায়গায় জিয়া

এশিয়ান গেমস ক্রিকেটের বাংলাদেশ দলে আরেকটি পরিবর্তন এসেছে। মুক্তার আলীর জায়গায় দলে নেয়া হয়েছে অলরাউন্ডার জিয়াউর রহমানকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2014, 03:22 PM
Updated : 24 Sept 2014, 03:22 PM

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুক্তারের জায়গায় জিয়াকে দলে নেয়ার কথা জানানো হয়। বাংলাদেশ দলে এটি তৃতীয় পরিবর্তন।

ওয়েস্ট ইন্ডিজ সফরে আম্পায়াররা সোহাগ গাজী ও আল-আমিন হোসেনের বোলিং সন্দেহজনক বলায় তাদের বাধ্যতামূলক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তাই দুটি পরিবর্তন আনতে হয় বিসিবিকে।

অফস্পিনার সোহাগের জায়গায় অলরাউন্ডার সাকিব আল হাসান ও আল-আমিনের জায়গায় পেসার রুবেল হোসেন এরই মধ্যে দলে এসেছেন।

বিয়ের কারণে এশিয়ান গেমসের দলে নেয়া হয়নি নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমকে। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা।

১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হয়েছে ১৭তম এশিয়ান গেমস।

এশিয়ান গেমস ক্রিকেটের দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাকিব আল হাসান, আরাফাত সানি, জিয়াউর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।