রাসেল ‘তাণ্ডবে’ কলকাতার জয়

চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৩ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল চ্যাম্পিয়নদের জয়ের নায়ক ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 06:13 PM
Updated : 17 Sept 2014, 06:15 PM

মাত্র ২৫ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলে কলকাতাকে জয়ের পথে নিয়ে আসেন রাসেল। তার ইনিংসটি ৫টি ছক্কা ও ৪টি চারে সাজানো।

বুধবার হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫৭ রান করে চেন্নাই। জবাবে ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।

আশিষ নেহরার মারাত্মক বোলিংয়ে মাত্র ২১ রানে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি কলকাতার।

রায়ান টেন ডেসকাটের সঙ্গে ৩০ রানের জুটি গড়ে সূর্যকুমার যাদবের (১৯) বিদায় দলের বিপদ আরো বাড়ায়।

৯ ওভার শেষে কলকাতার সংগ্রহ ছিল ৫১/৫। সূর্যকুমারের বিদায়ের পর ক্রিজে আসেন রাসেল। আর তিনি নামার পরই ম্যাচের চিত্রটা সম্পূর্ণ পাল্টে যায়।

ষষ্ঠ উইকেটে ডেসকাটের সঙ্গে মাত্র ৪৫ বলে ৮০ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে ফেরান রাসেল।

নিজের শেষ ওভারে রাসেলকে বিদায় করে আশা জাগিয়েছিলেন নেহরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাসেল ফিরলেও বাকি কাজটুকু সহজেই সারেন টেন ডেসকাটে। ৫১ রানে অপরাজিত থাকা টেন ডেসকাটের ৪১ বলের ইনিংসটি সাজানো ৩টি চার ও ২টি ছক্কায়।

২১ রানে ৪ উইকেট নিয়ে চেন্নাইয়ের সেরা বোলার নেহরা।

এর আগে উইকেটে থিতু হলেও নিজেদের ইনিংস খুব একটা বড় করতে পারেননি চেন্নাইয়ের প্রথম চার ব্যাটসম্যান।

৮৬ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ের পর অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৪৫ বলে ৭১ রানের জুটি গড়ে দলের সংগ্রহ দেড়শ’ পার করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ডোয়াইন ব্র্যাভো।

কলকাতার পিযুস চাওলা ২ উইকেট নেন ২৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:


চেন্নাই সুপার কিংস:
২০ ওভারে ১৫৭/৪ (স্মিথ ২০, ম্যাককালাম ২২, রায়না ২৮, দু প্লেসি ১৪, ধোনি ৩৫*, ব্র্যাভো ২৮*; চাওলা ২/২৬, সুনিল ১/৯, ইউসুফ ১/১৬)

কলকাতা:
১৯ ওভারে ১৫৯/৭ (বিসলা ২, গম্ভির ৬, মনিশ ০, ইউসুফ ১, টেন ডেসকাটে ৫১*, সুর্যকুমার ১৯, রাসেল ৫৮, কামিন্স ৮, চাওলা ৪*; নেহরা ৪/২১, জাদেজা ১/২৫, মোহিত ১/৩১)