১৩ বছর বয়সেই ক্রিকেটে অভিষেক!

কৈশোর পেরোয়নি এখনো; অথচ এরই মধ্যে ক্রিকেট ইতিহাসের পাতায় নিজের নাম তুলে নিয়েছেন গ্যাবি লুইস। আয়ারল্যান্ডের এই কিশোরীই এখন একবিংশ শতাব্দীতে জন্ম নেয়া একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 11:19 AM
Updated : 16 Sept 2014, 11:24 AM

গত ৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেয়েদের টি-টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক অভিষেকের সময় গ্যাবির বয়স ছিল ১৩ বছর ১৬৬ দিন।

একবিংশ শতাব্দীতে জন্ম নেয়া প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার গ্যাবির চেয়েও কম বয়সে অভিষেকের নজির আছে। ২০০০ সালে ১২ বছর ১৭১ দিন বয়স নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন পাকিস্তানের সাজিদা শাহ।

সেই হিসেবে গ্যাবি বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার।

ছেলেদের মধ্যে সবচেয়ে কম বয়সে টেস্ট ও ওয়ানডে খেলার দুটো রেকর্ডই পাকিস্তানের হাসান রাজার। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামার সময় তার বয়স ছিল ১৪ বছর ২২৭ দিন।

পাকিস্তানেরই মোহাম্মদ আমির সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি খেলা পুরুষ ক্রিকেটার। ১৭ বছর ৫৫ দিন বয়সে টি-টোয়েন্টি অভিষেক হয় স্পট ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হওয়া এই পাকিস্তানি পেসারের।