সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি

ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা দুটি ওয়ানডে হেরে সিরিজ খোয়ানো বাংলাদেশ দলের জন্য দু:সংবাদ; অফস্পিনার সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছে আম্পায়াররা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2014, 03:57 PM
Updated : 24 August 2014, 03:57 PM

গত শুক্রবার গ্রেনাডায় ক্যারিবীয়দের বিপক্ষে ৭০ রানে অলআউট হয়ে পড়ে ১৭৭ রানে হারের ম্যাচে সোহাগের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি রোববার এক বিবৃতিতে জানায়, ২৩ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের প্রতিবেদনটি শনিবার বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশারকে দেয়া হয়েছে।

আম্পায়ারদের এই আপত্তির ফলে আইসিসির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে সোহাগ গাজীকে। তবে পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত সব ধরণের ম্যাচে বল করতে পারবেন তিনি।

আগামী সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী বুধবার সফরের একমাত্র টি-টোয়েন্টি খেলবে মুশফিকরা। এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর দুই টেস্টের প্রথমটি এবং ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে।