হেরাথের ৯ উইকেট

গলে দুই ইনিংস মিলে ৯ উইকেট নিয়েছিলেন রঙ্গনা হেরাথ। আর কলম্বোয় এক ইনিংসেই নিলেন তার সমান সংখ্যক উইকেট, ক্যারিয়ারে যোগ করলেন দারুণ এক কীর্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2014, 07:13 AM
Updated : 16 August 2014, 10:17 AM

সেই সঙ্গে দলের সিরিজ জয়ের আশাও টিকিয়ে রাখলেন শ্রীলঙ্কার এই স্পিনার।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৬ রানে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ৬ উইকেট শিকার করেন হেরাথ।

সপ্তাহ না ঘুরতেই পুরনো সে সাফল্য টপকে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২৭ রানে ৯ উইকেট দখল করলেন বাঁহাতি এই বোলার।

শুক্রবার পাকিস্তান যে ছয়টি উইকেট হারিয়েছিল তার পাঁচটিই নিয়েছিলেন ৩৬ বছর বয়সী হেরাথ। আর শনিবার অতিথিদের শেষ চার ব্যাটসম্যানও তার শিকার।

টেস্টে কোনো বোলারের এক ইনিংসে একাই ১০ উইকেট নেয়ার উদাহরণ আছে মাত্র দুইবার (অনিল কুম্বলে ও জিম লেকার)। আর নয় উইকেট ১৬ বার। প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে ৯ উইকেট নিলেন হেরাথ।

২০০২ সালে ক্যান্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার ৯ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন।