রোমাঞ্চকর লড়াইয়ে কলকাতার জয়

রোমাঞ্চকর লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 06:21 PM
Updated : 25 April 2014, 03:19 AM

সাকিব আল হাসান বিহীন কলকাতার তিন খেলায় এটি দ্বিতীয় জয়। অন্য দিকে সমান খেলায় ব্যাঙ্গালোরের প্রথম হার

বৃহস্পতিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫০ রান করে কলকাতা।

১০ রানে গৌতম গম্ভীর ও মানিশ পাণ্ডের বিদায়ে শুরুটা ভালো হয়নি কলকাতার। টানা তৃতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন অধিনায়ক গম্ভীর।

তৃতীয় উইকেটে জ্যাক ক্যালিসের (৪২ বলে ৪৩) সঙ্গে ১০ ওভার ১ বলে ৮০ রানের জুটি গড়ে দলকে ২ উইকেটে ৯০ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন ক্রিস লিন (৩১ বলে ৪৫)।

লিনের বিদায়ের পর দ্রুত রান তুলতে পারেনি কলকাতা। তবে শেষ দিকে সূর্যনকুমার যাদব (১৮ বলে অপরাজিত ২৪) ও রবিন উত্থাপ্পার (১৮ বলে ২২) আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ গড়ে দলটি।

১৬ রানে ৩ উইকেট নিয়ে ব্যাঙ্গালোরের সেরা বোলার পেসার বরুণ অ্যারন।

জবাবে ৫ উইকেটে ১৪৮ রানে থেমে যায় ব্যাঙ্গালোরের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন যোগেশ তাকাওয়ালে (২৮ বলে ৪০) ও পার্থিব প্যাটেল (১৯ বলে ২১)।

৬৭ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর দলকে ২ উইকেটে ১২২ রানের সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি (২৩ বলে ৩১) ও যুবরাজ সিং (৩৪ বলে ৩১)।

শেষ ৪ ওভারে অর্থাৎ ২৪ বলে ২৮ রানের প্রয়োজন ছিল ব্যাঙ্গোলোরের। হাতে ৭ উইকেট থাকায় কাজটা খুব কঠিন ছিল না। কিন্তু শেষ দিকে কলকাতার বোলারদের দারুণ বোলিংয়ে দুই রানের ব্যবধান ঘুচাতে পারেনি তারা।

শেষ ওভারের চতুর্থ বলে সীমানায় এবি ডি ভিলিয়ার্সের অসাধারণ একটি ক্যাচ ধরে কলকাতার জয়ে দারুণ অবদান লিনের।

কলকাতার পক্ষে বিনয় কুমার ২ উইকেট নেন ২৬ রানে।