ইংল্যান্ডের দায়িত্ব পেলেন পিটার মুরস

ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে পিটার মুরসকে নিয়োগ দেয়া হয়েছে । ল্যাঙ্কাশায়ারের এই কোচ এর আগেও ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালন করেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 07:56 AM
Updated : 19 April 2014, 01:31 PM

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো আগেই মুরসের ইংল্যান্ডের দ্বিতীয়বারের মতো কোচ হওয়ার কথা জানিয়েছিল। শনিবার মুরসের নাম ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটন বলেন, "পিটার তার প্রজম্মের একজন সেরা কোচ।"

অ্যান্ডি ফ্লাওয়ারের জায়গায় ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পেলেন ৫১ বছর বয়সী মুরস। অস্ট্রেলিয়ার কাছে ৫ টেস্টের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড 'হোয়াইওয়াশ' হওয়ার পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ফ্লাওয়ার।

প্রধান কোচ হতে মুরসের সঙ্গে লড়াইয়ে ছিলেন ইংল্যান্ডের ওয়ানডে দলের কোচ অ্যাশলি জাইলস। প্রথমে এগিয়েও ছিলেন ইংল্যান্ডের সাবেক স্পিনার জাইলস। তবে বাংলাদেশে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বাজে অবস্থাই হয়ত তাকে এ লড়াইয়ে পেছনে ঠেলে দিয়েছে।

এর আগে ২০০৭ সালে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন মুরস। কেভিন পিটারসেনকে নিয়ে ঝামেলার জের ধরে ২০০৯ সালে তাকে বরখাস্ত করেছিল ইসিবি।

ইংল্যান্ডের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর ল্যাঙ্কাশায়ারের দায়িত্ব নেন মুরস। ২০১১ সালে ৭৭ বছরের মধ্যে প্রথমবারের মতো ল্যাঙ্কাশায়ারকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতান তিনি।