শুরু হলো অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বিকেএসপির বিপক্ষে মাত্র ১১ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে বরিশাল বিভাগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 02:22 PM
Updated : 17 April 2014, 02:22 PM

তিন দিনের ম্যাচের প্রতিযোগিতার প্রথম দিন শতক করেছেন বিকেএসপির জাকির হাসান। ৫ উইকেট নিয়েছেন বরিশালের মৃদৃল দেবনাথ ও রাজশাহী বিভাগের ইশতাকুল ইসলাম।

বিকেএসপি-বরিশাল বিভাগ

বৃহস্পতিবার রংপুর ক্রিকেট গার্ডেনে খ' গ্রুপের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ৮০.৪ ওভারে ২৫৬ রানে অলআউট হয়ে যায় বিকেএসপি।

সর্বোচ্চ ১১১ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির। তার ১৭১ বলের ইনিংসে ছিল ১৬টি চার ও ১টি ছক্বা। জাকিরের সঙ্গে ১০৫ রানের উদ্বোধনী জুটি গড়া শফিউল হায়াত হৃদয়ের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান।
৬৬ রানে ৫ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার মৃদুল। এছাড়া দুটি করে উইকেট নেন শাকিল আরমান ও শাওন গাজী।
জবাবে মাত্র ১২ ওভার ব্যাট করে ১১ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়েছে বরিশাল। প্রথম তিন ব্যাটসম্যানসহ চারজন কোনো রান করতে পারেননি।
তিন ব্যাটসম্যানকে ফিরিয়েছেন সাঈদ সরকার। দুজন হয়েছেন রান-আউট।
রাজশাহী বিভাগ-ঢাকা বিভাগ দক্ষিণ
দিনাজপুর স্টেডিয়ামে ‘খ’ গ্রুপের অপর খেলায় টস জিতে ব্যাট করতে নেমে ইশতাকুলের মারাত্মক বোলিংয়ে ৭৪ ওভারে ১৭৭ রানে অলআউট হয়ে যায় ঢাকা দক্ষিণ।
সর্বোচ্চ ৬৪ রান করেন সাঈফ হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে আনিসুল ইসলামের ব্যাট থেকে।
৪৫ রানে ৫ উইকেট নিয়ে রাজশাহীর সবচেয়ে সফল বোলার ইশতাকুল। ৩৪ রানে ৩ উইকেট নেন শাকিল হোসেন।
জবাবে দিন শেষে ২৪ ওভারে ১ উইকেটে ৫৪ রান করে রাজশাহী। ২১ রান করে ফিরে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন। ২৯ রানে অপরাজিত রয়েছেন তুষার আহমেদ।
রংপুর বিভাগ-খুলনা বিভাগ
ফরিদপুর স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আলিফ আখতার ও মোহাম্মদ শফিকের মারাত্মক বোলিংয়ে ৬২ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে যায় রংপুর।
সর্বোচ্চ ৬৮ রান করেন শামসুজ্জামান স্বপন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে আবিরুজ্জামান আবিরের ব্যাট থেকে।
খুলনার পক্ষে আলিফ ৩৫ ও শফিক ৪০ রানে চারটি করে উইকেট নেন।
জবাবে দিন শেষে ৩২ ওভারে ১ উইকেটে ১০৯ রান করে খুলনা।
৫৬ রানে অপরাজিত রয়েছেন ফারদিন হাসান। কামরুজ্জামান ব্যাট করছেন ২৬ রানে।
*সিলেট-ঢাকা মেট্রো*
বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে ‘ক’ গ্রুপের অপর খেলায় টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৭ উইকেটে ২২৩ রান করেছে সিলেট।
৫৫ রানে অপরাজিত রয়েছেন কামরুল ইসলাম। ৫০ রান করে বিদায় নিয়েছেন শহিদুল রহমান। উদ্বোধনী ব্যাটসম্যান আসাদুল্লাহ আল-গালিবের ব্যাট থেকে আসে ৪২ রান।
ঢাকা মেট্রোর পক্ষে নাজমুল হোসেন, মোহাম্মদ শান্তু ও রাজন সরকার রাব্বি দুটি করে উইকেট নেন।