বৃষ্টিতে ভেসে গেলো উইন্ডিজ-আফগানিস্তানের আশা

বৃষ্টিতে ভেসে গেলো ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে। ফলে ১-১ সমতায় শেষ হলো সিরিজটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2017, 11:55 AM
Updated : 15 June 2017, 11:55 AM

ম্যাচটি না হওয়ায় সিরিজ জেতার চেষ্টা করতে পারলো না আফগানিস্তান। শেষ ম্যাচে জিতে সিরিজ নিশ্চিতের সঙ্গে পয়েন্টের ক্ষতি খানিকটা পুষিয়ে নেওয়ার সুযোগ পেল না স্বাগতিকরা।

সেন্ট লুসিয়ায় ৬৩ রানের দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু করে অতিথি দল। ১৮ রান খরচায় ৭ উইকেট নিয়ে এই জয়ে বড় অবদান রাখেন ১৮ বছর বয়সী লেগ স্পিনার রশিদ খান; যা ওয়ানডেতে চতুর্থ সেরা বোলিং।

একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয় নিয়ে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজ শেষে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নবম স্থানেই আছে জেসন হোল্ডারের দল। তাদের পয়েন্ট কমে হয়েছে ৭৭। ১০ নম্বরে থাকা আফগানিস্তানের পয়েন্ট ৫৪।