দুই ম্যাচে নিষিদ্ধ থারাঙ্গা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারা ম্যাচে বড় এক ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। ‘গুরুতর’ স্লো ওভার রেটের জন্য দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের অনুপস্থিতিতে ওই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া উপুল থারাঙ্গা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2017, 11:09 AM
Updated : 4 June 2017, 11:27 AM

ফিটনেস টেস্টে উতরাতে না পারায় গত শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক ম্যাথিউস। ৯৬ রানে হারা সেই ম্যাচে ৫০ ওভার করতে চার ঘণ্টার বেশি সময় নেয় শ্রীলঙ্কা।

নির্ধারিত সময়ের বাইরে লঙ্কান বোলাররা ৪ ওভার বল করায় দুটি সাসপেনশন পয়েন্ট পান বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা। ভারত ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচে খেলা হবে না তার। শ্রীলঙ্কার অন্য সব সদস্যর ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে।

থারাঙ্গা দোষ স্বীকার করে নিয়ে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি বলে এক বিজ্ঞপ্তিতে জানায় আইসিসি।