দেশের ব্যাটসম্যানদের কাছে মাশরাফির চাওয়া

দলীয় সমন্বয়ের কারণে বিদেশি ব্যাটসম্যান খুব বেশি খেলানোর সুযোগ নেই। দেশের ব্যাটসম্যানদের কাছে তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চাওয়া দায়িত্ব নিয়ে খেলা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2016, 03:28 PM
Updated : 9 Nov 2016, 08:29 AM

বিপিএলে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা এবার প্রথম ম্যাচে হেরেছে চিটাগং ভাইকিংসের কাছে। ১৬২ রান তাড়ায় হার ২৯ রানে।

কুমিল্লার একাদশে চার বিদেশির দুজন ছিলেন বোলিং অলরাউন্ডার, আরেকজন বোলার। বিশেষজ্ঞ ব্যাটসম্যান ছিলেন কেবল মারলন স্যামুয়েলস। দায়িত্বটা তাই বেশি ছিল ইমরুল কায়েস, লিটন দাস, আল আমিনদের। তারা কেউই পারেননি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই মাশরাফি তাগিদ জানালেন দেশের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলার।

“অবশ্যই স্টেপ আপ করতে হবে ওদের। কারণ আমরা যদি বিদেশি ব্যাটসম্যান খেলাতে চাই, তাহলে আমাদের বোলারের অভাব থেকে যায়। যেমন, এখন রশিদ খানকেও খেলাতে পারছি না। এটা খুব কঠিন যে আমরা তিন বা চারটা ব্যাটসম্যান খেলাবো। আমাদের যারা স্থানীয় ব্যাটসম্যান আছে, তাদের সামর্থ্য আছে। এমন নয় যে পারে না। তাদের আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে হবে মাঠে।”

টপ অর্ডারে ইমরুল, লিটন ও স্যামুয়েলসের পর ভরসা করার মত বা ম্যাচ জেতানোর ব্যাটসম্যান নেই কুমিল্লার। মিডল অর্ডারকে তাই আরও দায়িত্ব নিতে বলছেন অধিনায়ক।

“আমাদের ওইখানে একটা ঘাটতি আছে। একজন ব্যাটিং অলরাউন্ডার একটা থাকলে সুবিধা হতো। বিশেষ করে পেস বোলিং ব্যাটিং অলরাউন্ডার। এখন আমাদের ওই ঘাটতিটা সামলাতে হবে। মিডেল অর্ডারে যারা আছে সামলাতে হবে পরিস্থিতির চাপ।”