স্টার্ক বীরত্বের পরও বিপদে অস্ট্রেলিয়া

দিনের শুরুতে দেখা গেল ঘূর্ণি জাদু, মাঝখানে তোপ চালালেন মিচেল স্টার্ক, শেষ বেলায় আবার স্পিনের দাপট। গল টেস্টের দ্বিতীয় দিনে দেখা মিলেছে তিন ইনিংসের। বৃষ্টির মতো উইকেট পতনের দিনে সিরিজ জয়ের পথে অনেকটা এগিয়ে গেছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2016, 01:06 PM
Updated : 5 August 2016, 01:15 PM

দ্বিতীয় দিন সব মিলিয়ে পতন হয়েছে ২১ উইকেটের। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে এদিন হারায় ৮ উইকেট, দ্বিতীয় ইনিংসে তিন উইকেট। মাঝখানে ২৩৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

শুক্রবারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২৫ রান। জয়ের জন্য আরও ৩৮৮ রান চাই দলটির।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজে দুটি টেস্ট জিততে আর ৭ উইকেট চাই শ্রীলঙ্কার। স্বাগতিকদের কাছে দ্বিতীয়বারের মতো কোনো সিরিজ হারের শঙ্কায় রয়েছে অস্ট্রেলিয়া।

দিনের শেষ বেলায় মাত্র ৬ ওভার সামলাতে হয়েছে অতিথিদের। এর মধ্যেই জো বার্নস, নাইটওয়াচম্যান নাথান লায়ন ও উসমান খাওয়াজার উইকেট হারিয়েছে অতিথিরা।

প্রথম ওভারেই আঘাত হানেন রঙ্গনা হেরাথ। তার বলে ধনাঞ্জয়া ডি সিলভাকে ক্যাচ দিয়ে ফিরে যান বার্নস। চতুর্থ ওভারে পরপর দুই বলে লায়ন ও খাওয়াজাকে বিদায় করেন দিলরুয়ান পেরেরা। তার হ্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া স্টিভেন স্মিথ ব্যাট করছেন ১ রানে। তার সঙ্গী ডেভিড ওয়ার্নার অপরাজিত রয়েছেন ২২ রানে।

এর আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ উইকেটে ৫৪ রান নিয়ে খেলতে নেমে ১০৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দলকে ১৭৫ রানের লিড এনে দিতে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার হেরাথ। অফস্পিনার দিলরুয়ানও নেন চার উইকেট।

বড় লিড পাওয়া শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। সিরিজে টার্না চতুর্থবারের মতো দুই অঙ্কে যেতে ব্যর্থ হন স্বাগতিকদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। তবে ওয়ানডে মেজাজে খেলা কুসল মেন্ডিস (৩৫) ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (৪৭) লিড তিনশ’ রানের কাছাকাছি নিয়ে যান।

শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে এগিয়ে নেওয়ার কাজটা করেন দিলরুয়ান। ১২১ রানে ৬ উইকেট হারানো স্বাগতিকদের ৪১২ রানের লিড এনে দিতে খেলেন ৬৪ রানের ঝকঝকে এক ইনিংস। এই রান করার পথে ডি সিলভার সঙ্গে ৫১ ও হেরাথের সঙ্গে ৬১ রানের দুটি দারুণ জুটি উপহার দেন তিনি।

চার বলের মধ্যে শেষ তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ আরও বড় হতে দেয়নি অস্ট্রেলিয়া। পরপর দুই বলে দিলরুয়ান ও বিশ্ব ফার্নান্দোকে বিদায় করে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার সেরা বোলিং রেকর্ড নিজের করে নেন স্টার্ক। দিলরুয়ানকে বোল্ড করে ক্যারিয়ারে প্রথমবারের মতো ১০ উইকেট নেন এই বাঁহাতি পেসার।

প্রথম ইনিংসে ৪৪ রানে ৫ উইকেট নেওয়া স্টার্ক দ্বিতীয় ইনিংসে আরও উজ্জ্বল। এবার ৫০ রানে নিয়েছেন ৬ উইকেট। সব মিলিয়ে ৯৪ রানে ১১ উইকেট। শ্রীলঙ্কায় অতিথি কোনো পেসারের এটি দ্বিতীয় সেরা বোলিং। ৭১ রানে ১১ উইকেট নিয়ে স্টার্কের চেয়ে এগিয়ে কেবল পাকিস্তানের মোহাম্মদ আসিফ।

এক জায়গায় অবশ্য সবাইকে ছাড়িয়ে গেছেন স্টার্ক। প্রথম পেসার হিসেবে গলে ১০ উইকেট নিয়েছেন তিনি। ২০১৪ সালে কাছাকাছি গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, ৯৯ রানে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮১

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন ৫৪/২) ৩৩.২ ওভারে ১০৬ (বার্নস ০, ওয়ার্নার ৪২, খাওয়াজা ১১, স্মিথ ৫, ভোজেস ৮, মার্শ ২৭, নেভিল ০, স্টার্ক ০, লায়ন ৪, হেইজেলউড ৩, হল্যান্ড ০* ; ফার্নান্দো ১/১৬, হেরাথ ৪/৩৫, দিলরুয়ান ৪/২৯, ম্যাথিউস ০/১৩, ধনঞ্জয়া ০/৭, সান্দাকান ১/০)

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৫৯.৩ ওভারে ২৩৭ (সিলভা ২, করুনারত্নে ৭, কুসল ৩৫, মেন্ডিস ৭, ম্যাথিউস ৪৭, চান্দিমাল ১৩, ডি সিলভা ৩৪, দিলরুয়ান ৬৪, হেরাথ ২৬, সান্দাকান ০*, ফার্নান্দো ০; স্টার্ক ৬/৫০, হেইজেলউড ১/১৩, লায়ন ২/৮০, হল্যান্ড ১/৬৯, ভোজেস ০/৪, মার্শ ০/৭, স্মিথ ০/১৩)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৬ ওভারে ২৫/৩ (ওয়ার্নার ২২*, বার্নস ২, লায়ন ০, খাওয়াজা ০, স্মিথ ১*; হেরাথ ১/১৬, দিলরুয়ান ২/৯)