২০১৯ বিশ্বকাপ পর্যন্ত কিউইদের কোচ হেসন

প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে নিউ জিল্যান্ড। নতুন চুক্তি অনুয়ায়ী ২০১৯ বিশ্বকাপের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক এই ক্রিকেটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 12:12 PM
Updated : 26 May 2016, 01:14 PM

২০১২ সালের জুলাইয়ে যোগ দেওয়া হেসনের অধীনেই গত বছরের বিশ্বকাপে ফাইনালে ওঠে নিউ জিল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার কাছে হেরে প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় ‘ব্ল্যাক ক্যাপস’ নামে পরিচিত দলটির।

হেসনের প্রশংসায় নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, “নিউ জিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে মাইক সফলতম কোচ এবং আমার মতে, আমাদের ক্রিকেটের এ পর্যন্ত সেরা নির্বাচক। আগামী বিশ্বকাপের শেষ পর্যন্ত ব্ল্যাক ক্যাপসদের তাকে পাওয়ার নিশ্চয়তাটা এর সঙ্গে জড়িত সবার জন্যই দারুণ খবর।”

চুক্তি বাড়ানোর পর উচ্ছ্বসিত হেসন জানান, নিউ জিল্যান্ড দলকে কোচিং করানো তার ক্যারিয়ারে দারুণ এক পাওয়া।

“ব্ল্যাক ক্যাপস সংস্কৃতির অংশ হতে পারাটা সম্মানের এবং আরও কিছুদিন এই দলে অবদান রাখার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।”

ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান ও ম্যানেজার মাইক স্যান্ডলকেও ২০১৯ বিশ্বকাপের শেষ পর্যন্ত রাখতে নতুন চুক্তি করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।