শুভাশিসের তোপে দারুণ জয়ে শীর্ষে মুশফিকরা

প্রথম স্পেলে একদমই বিবর্ণ, বেশ খরুচে। সেই শুভাশিস রায় ম্যাচের মোড় পাল্টে দিলেন দ্বিতীয় স্পেলে। আগুনে বোলিংয়ে ভেঙে দিলেন প্রাইম ব্যাংকের মেরুদণ্ড। আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 09:02 AM
Updated : 25 May 2016, 09:02 AM

ঢাকা প্রিমিয়ার লিগে মাঝারি পুঁজি নিয়েও প্রাইম ব্যাংককে ৮২ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিশ্চিত করেছে অষ্টম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকাও।

শের-ই-বাংলা স্টেডিয়ামে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে বুধবার সকালে দারুণভাবেই এগিয়ে যাচ্ছিল প্রাইম ব্যাংক। কিন্তু নাটকীয় এক ধসে পথ হারায় চ্যাম্পিয়নরা। শেষ ৯ উইকেট হারিয়েছে তারা ২৯ রানের মধ্যে!

স্কোর কার্ড বলবে, মোহামেডানের সফলতম বোলার নাঈম ইসলাম জুনিয়র। লিগে তৃতীয়বার ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা তরুণ বাঁহতি স্পিনারই। কিন্তু জয়ের মূল নায়ক শুভাশিসই।

২২৫ রান তাড়ায় আগের দিন ৬ ওভারে ১ উইকেটে ৪১ রান তুলেছিল প্রাইম ব্যাংক। মেহেদি মারুফ ও সাব্বির রহমান দলকে দারুণ ভাবে টেনে নিচ্ছেলেন এদিনও। জয়ের পথে অর্ধেক পথ পাড়ি দেন দুজন মিলে। হঠাৎই পালাবদল মুশফিকের একটি বোলিং পরিবর্তনে।

প্রথম স্পেলে ৬ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন শুভাশিস। দ্বিতীয় স্পেলে ফিরে এই পেসার দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন সাব্বিরকে (৪১)। আরেক পাশ থেকে মিডিয়াম পেসে জ্বলে ওঠেন আরিফুল হকও। ফিরিয়ে দেন থিতু হওয়া আরেকট ব্যাটসম্যান মেহেদি মারুফকে (৪৮)।

এক ওভার পর শুভাশিসের জোড়া আঘাত। ৩ বলের মধ্যে ফিরিয়ে দেন নুরুল হাসান ও তাইবুর পারভেজকে। শেষ ৪ ওভারের টানা স্পেলে ৭ রান দিয়ে শুভাশিসের উইকেট ৩টি!

শ্রীলঙ্কান শিহান জয়াসুরিয়াকে টিকতে দেননি আরিফুল। প্রাইম ব্যাংকের ইনিংস ততক্ষণে প্রায় ধ্বংসস্তুপ। জোরের ওপর করা এক ডেলিভারিতে শুভাগত হোমকে কট বিহাইন্ড করে শেষ বাধাও ভেঙে দেন নাঈম ইসলাম। আর লেজটা মুড়িয়ে দেন নাঈম জুনিয়র। ১ উইকেটে ১১৩ থেকে প্রাইম ব্যাংক অলআউট ১৪২ রানে!

অথচ আগের দিন সকালে মোহামেডানের রান ছিল ৫ উইকেটে ৪১। সাতে নেমে নাজমুল হোসেন মিলনের ৬৪ ও আটে নামা হাবিবুর রহমানের ৫০ রানে মোহামেডান তুলতে পেরেছিল ২২৪ রান।

রান তাড়ায় প্রাইম ব্যাংকের শুরুটাও ছিল দারুণ। তখন থামতে হয়েছিল বৃষ্টির বাধায়। নতুন দিনে মঞ্চস্থ হলো নতুন উপাখ্যান। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতল মোহামেডান।

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান: ৪৯.২ ওভারে ২২৪ (ইজাজ ০, নাজিমুদ্দিন ৯, নাইম ২৫, মুশফিক ০, মানহাস ৩৫, আরিফুল ৩, মিলন ৬৪, হাবিবুর ৫০, নাঈম জুনিয়র ১১, এনামুল জুনিয়র ১২, শুভাশিস ৩*; আজিম ৩/৪০, রুবেল ২/৪০, নাজমুল ১/৫২, মনির ২/৩৩, সাব্বির ০/১৪, জয়াসুরিয়া ১/১২, তাইবুর ০/২৯, শুভাগত ১/৪)।

প্রাইম ব্যাংক: ৩২.৪ ওভারে ১৪২ (মারুফ ৪৮, শানাজ ১৬, সাব্বির ৪১, নুরুল ৫, জয়াসুরিয়া ৪, তাইবুর ০, শুভাগত ৯, নাজমুল অপু ২, রুবেল ২*, মনির ২, আজিম ০; শুভাশিস ৩/৪৯, হাবিবুর ০/৯, নাইম জুনিয়র ৪/২১, এনামুল জুনিয়র ০/২৮, আরিফুল ২/২৭, নাঈম ১/৪)।

ফল: মোহামেডান ৮২ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নাঈম ইসলাম জুনিয়র