‘স্পিনাররা ভালো করলে জিততো বাংলাদেশ’

প্রয়োজনের সময় নিজেদের সেরাটা দিতে পারেননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্পিনাররা। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মনে করছেন, সেমি-ফাইনালে নিজেদের সামর্থ্য অনুযায়ী বল করলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা যেত। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 01:39 PM
Updated : 11 Feb 2016, 01:57 PM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের দেওয়া ২২৭ রানের লক্ষ্যে ৮ বল বাকি থাকতে পৌঁছে যায় তারা।
 
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদি জানান, প্রত্যাশা অনুযায়ী বল করতে পারেননি স্পিনাররা।
 
“আসলে স্পিনাররা কেউই ভালো বোলিং করিনি। স্পিনাররা যদি ভালো বোলিং করত তাহলে ওরা এই রানও এই উইকেটে করতে পারত না।” 
 
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ওভার শেষে তার স্কোর ছিল ১ উইকেটে ৪৪ রান। মিরাজ মনে করেন, এটাই এগিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজকে।
 
“শুরুতেই ওদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাটাকিং খেলছে, ওটা কাজে দিয়েছে। ওটা ওদের চাপ কমিয়ে দিয়েছে। ওটা অনেক ‍গুরুত্বপূর্ণ ছিল।”
 
ফাইনালে যেতে না পেরে স্বাভাবিকভাবেই হতাশ মিরাজ। প্রথমবারের মতো সেমি-ফাইনালে পৌঁছানোকেই এবারে আসরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।