প্লেট সেমি-ফাইনালে জিম্বাবুয়ে, আফগানিস্তান

সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট সেমি-ফাইনালে পৌঁছেছে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। জিম্বাবুয়ে ৬ উইকেটে হারিয়েছে কানাডাকে। করিম জানাতের শতকে ফিজিকে ২২৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 09:35 AM
Updated : 5 Feb 2016, 09:35 AM

শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে মন্থর ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৮৬ রান করে কানাডা।

সর্বোচ্চ ৩৭ রান আসে আমিশ টাপলুর ব্যাট থেকে। এছাড়া আবরাস খান ৩২ ও আর্সলান খান ৩১ রান করেন।

জিম্বাবুয়ের জেরেমি আইভস ৩০ রানে নেন তিন উইকেট।

জবাবে ৩১ ওভার ৪ বলে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

৪২ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংসে শন স্নাইডার জিম্বাবুয়েকে জয়ের ভিত গড়ে দেন। পরে অলরাউন্ডার আইভসের অপরাজিত ৪৩ রানে ভর করে ১১০ বল হাতে রেখে জয় তুলে নেয় দলটি।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৪০ রানের বিশাল সংগ্রহ গড়ে আফগানিস্তান।

১৫৬ রানের চমৎকার ইনিংসে দলকে এই সংগ্রহ এনে দেন উদ্বোধনী ব্যাটসম্যান করিম। তার ১৩২ বলের ইনিংসটি ১২টি চার ও ৬টি ছক্কায় গড়া।

করিমের সঙ্গে ১৩০ রানের জুটি উপহার দেওয়ার পথে ৭৪ রানের ভালো একটি ইনিংস খেলেন পারভেজ মালাকজাই।

ফিজির পেনিভুনিওয়াকা তিন উইকেট নেন ৪১ রানে।

জবাবে ৩১ ওভার ২ বলে ১১৪ রানে অলআউট হয়ে যায় ফিজি।

আফগানিস্তানের নিজাত মাসুদ (৩/৬) ও রশিদ খান (৩/১৬) তিনটি করে উইকেট নেন। দুটি করে উইকেট নেন মুসলিম মুসা ও জহির খান।