‘বেশি শট খেলবে টপ অর্ডার’

কক্সবাজারের মন্থর উইকেটে বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে ধীরলয়ে ব্যাটিং করতে বলা হয়েছিল। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আভাস দিয়েছেন, মিরপুরে সহায়ক উইকেটে পেলে আক্রমণাত্মক চেহারায় দেখা যেতে পারে টপ অর্ডারকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2016, 12:11 PM
Updated : 4 Feb 2016, 12:44 PM

শুরুতে উইকেট হারানো আর টপ অর্ডারের মন্থর ব্যাটিংয়ে গ্রুপ পর্বে অনেক বেশি চাপ নিয়ে ব্যাট করতে হয়েছে বাংলাদেশের পরের ব্যাটসম্যানদের। 

অধিনায়ক জানান, কক্সবাজারে দলের পরিকল্পনাতেই মন্থর ব্যাটিং করেছিলেন টপ অর্ডারের ব্যাটসম্যানরা। উইকেট ধরে রাখতে খুব কম শটই খেলেছেন সাইফ হাসানরা। মিরাজের আশা, শের-ই-বাংলার ভিন্ন উইকেটে টপ অর্ডারের ব্যাটিংও ভিন্ন হবে।

“আমরা এখানে খেলে অভ্যস্ত। উইকেট ভালো থাকলে এখানে শুরুর দিকে হয়তো ব্যাটসম্যানরা শট খেলবে। রান তোলার চেষ্টা করবে।”

টুর্নামেন্টে দারুণ খেলা বাংলাদেশের দুর্ভাবনা উদ্বোধনী জুটি নিয়ে। শেষ দুই ম্যাচে তো দুই ওভার পর্যন্তও টেকেনি পিনাক ঘোষ, সাইফ হাসানের জুটি। শেষ দুই ম্যাচে শূন্য রানে ফিরেছেন পিনাক। প্রথম ও তৃতীয় ম্যাচে দুই অঙ্কে যেতে পারেননি সাইফ। দ্বিতীয় ম্যাচে ৪৯ রান করতে খেলেন ১০৮ বল।

আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচে উদ্বোধনী জুটিকে স্বরূপে দেখতে চান কোচ মিজানুর রহমান।

“ওপেনিং ব্যাটসম্যানদের দিক দিয়ে আমরা কিছুটা সমস্যায় পড়েছি। এটা নিয়ে আমরা কাজও করছি। আশা করি, সামনের ম্যাচে এটা ওভারকাম করতে পারব।”