জাতীয় লিগে টেস্ট ক্রিকেটাররা

অস্ট্রেলিয়ার সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের টেস্ট দল। সিরিজ স্থগিত হয়ে যাওয়ার পর এখন ক্রিকেটাররা খেলবেন জাতীয় ক্রিকেট লিগে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2015, 04:40 PM
Updated : 1 Oct 2015, 04:47 PM

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দলে থাকা ক্রিকেটারদের বুধবার নিজ নিজ রাজ্য দলে ফেরার নির্দেশ দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সফর স্থগিত হওয়ার পর বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটারদের নিজ নিজ বিভাগীয় দলে ফেরার নির্দেশ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল গত সোমবার। অনুশীলনও শুরু হয়েছিল সেদিন থেকেই।

ভারত সফর শেষে ‘এ’ দলের ক্রিকেটাররা ফেরার পর চোট পাওয়া রুবেল হোসেন ছাড়া সবাই অনুশীলন করেছেন বৃহস্পতিবার। কিন্তু এই দিনই এলো অস্ট্রেলিয়ার সফর স্থগিতের ঘোষণা। অনুশীলন ক্যাম্পেরও এখানেই সমাপ্তি।

সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে ক্রিকেটারদের জাতীয় লিগের নিজ নিজ দলে ফেরার নির্দেশ দিয়েছে বিসিবি।

গত ১৮ অক্টোবর শুরু হয়েছিল এবারের জাতীয় লিগের প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে শনিবার।

প্রথম স্তরের ম্যাচে বগুড়ায় ঢাকা বিভাগের প্রতিপক্ষ রংপুর বিভাগ, মিরপুর শের-ই-বাংলায় ঢাকা মেট্রোর প্রতিপক্ষ খুলনা বিভাগ।

দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীতে স্বাগতিকদের প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগ, খুলনায় সিলেট বিভাগ খেলবে বরিশাল বিভাগের বিপক্ষে।