‘টেস্টে টস না থাকলে খারাপ হয় না’

নিজেদের চাওয়ার পক্ষে বলিষ্ঠ এক কণ্ঠের জোর পেয়েছেন রিকি পন্টিং ও মাইকেল হোল্ডিং। এই দুই জনের মতো স্টিভ ওয়াহরও বিশ্বাস, টেস্টে টস না থাকলে খারাপ হবে না!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 01:37 PM
Updated : 2 Sept 2015, 01:37 PM

ক্রিকেটের চিরায়ত এক ধারা বদলের বৈপ্লবিক প্রস্তাব প্রথম দিয়েছিলেন রিকি পন্টিং। সদ্য সমাপ্ত অ্যাশেজের ধারাভাষ্যে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক বেশ কবারই বলেছেন, টেস্টে টস তুলে দেওয়া উচিত। আগে ব্যাটিং বা বোলিংয়ের সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত সফরকারী দলের ওপর। 
 
পন্টিং এর পেছনে যুক্তিও উপস্থাপন করেছিলেন। তার মতে, স্বাগতিক দল এমনিতেই নিজেদের মাঠে খেলার বাড়তি সুবিধা পায়, উইকেট বানায় নিজেদের পছন্দ মতো।
 
অ্যাশেজে পন্টিংয়ের ধারাভাষ্যকক্ষের সঙ্গী ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার মাইকেল হোল্ডিং পরে উইজডেন ইন্ডিয়া ম্যাগাজিনে দুই দফায় কলাম লিখে সমর্থন জানান পন্টিংয়ের প্রস্তাবকে।

পন্টিং এবার সমর্থন পেলেন তার পূর্বসূরীর। মেলবোর্নের এসইএন রেডিওকে স্টিভ ওয়াহ বলেন, টসের বিকল্প বের করলে মন্দ হয় না।

“টস না থাকলে আমার আপত্তি নেই। আমার মনে হয়, এটা খুব একটা খারাপ হয় না। আমার মনে হয়, টসের গুরুত্বটা অনেক সময় একটু বেশিই হয়ে দাঁড়ায়; বিশেষ করে দেশের বাইরে। কর্তৃপক্ষ তাই বিকল্প কিছু খুঁজলে আমার আপত্তি নেই।”