পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৫% বাড়ল

গতবছরের চেয়ে  লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৯৪ লাখ ৪৭ হাজার ৫০০ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2016, 12:07 PM
Updated : 7 Feb 2016, 11:26 AM

এই লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে ২৫ ভাগ বেশি।

সচিবালয়ে বুধবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক সভায় এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছর দেশে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৫ ভাগ বেশি নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে পাটের উৎপাদনের পরিমাণ ছিল ৭৫ লাখ ৫৮ হাজার বেল।

বেল ও কেজির মধ্যে সম্পর্ক হচ্ছে এক বেলের ওজন ১৮২ কেজি।

মন্ত্রণালয় বলছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের ফলে দেশে পাটের চাহিদা তৈরি হয়েছে।

“ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে বছরে ৬৯ কোটি পাটের ব্যাগ প্রয়োজন হবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে প্রতিমাসে শুধুমাত্র ৫০ কেজি ওজনের পাঁচ কোটি ২৫ লাখ পাটের বস্তা লাগবে। এই বস্তা তৈরিতেই লাগবে ২০ থেকে ২২ লাখ বেল কাঁচা পাট।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন, বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ূন খালেদ ছাড়াও কৃষি মন্ত্রণালয় এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।