লাইনে ত্রুটি, তেজগাঁওয়ে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন

সরবরাহ লাইনে ত্রুটির কারণে রাজধানীর তেজগাঁও অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে বলে ডিপিডিসির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 07:06 PM
Updated : 27 April 2015, 07:06 PM

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক নজরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাত সাড়ে ১০টার দিকে মগবাজার থেকে তেজগাঁওয়ের সার্কিট ট্রিপ (বিকল) হয়েছে। এজন্য কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত হচ্ছে।

“৩৩ কেভি ক্যাবলে ত্রুটি হওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। তবে কাজ চলছে, ঠিক হয়ে যাবে।”

এ বিষয়ে জানার জন্য ডিপিডিসির মগবাজার কন্ট্রোল রুমে ফোন করা হলে সেখান থেকে জানানো হয়, মগবাজারে কোনো সমস্যা নেই। তেজগাঁওয়ে সমস্যা হয়েছে।

তেজগাঁওয়ের কন্ট্রোল রুমে বেশ কয়েকবার ফোন করা হলেও লাইন ব্যস্ত থাকায় সংযোগ পাওয়া যায়নি।