‘নারীদের প্রতীক কেন গৃহস্থালি সামগ্রী’

সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলরদের জন্য বরাদ্দ রাখা প্রতীক নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা দক্ষিণের এক নারী প্রার্থী।

মঈনুল হক চৌধুরীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2015, 05:45 PM
Updated : 13 April 2015, 05:50 PM

সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের মতবিনিময় সভায় বক্তব্যে এই প্রশ্ন তুলে ভবিষ্যতে প্রতীক পরিবর্তনের দাবি জানান তিনি।

১৩, ১৯, ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত আসনের প্রার্থী শম্পা বসু বলেন, “নারী আসনের সব প্রতীক নারীরা বাড়িতে যা ব্যবহার করে সেগুলো। পুরুষতান্ত্রিক মানসিকতা বেরিয়ে আসতে হবে। প্রতীকগুলোর পরিবর্তন চাই।”

বাসদ সমর্থিত প্রার্থী প্রকৌশলী শম্পা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেত্রী ছিলেন। তিনি প্রতীক পেয়েছেন কেটলি। মাগুড়ার এই মেয়ে পড়াশোনা করেছেন বুয়েটে।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন নারী প্রার্থীদের জন্য ১০টি প্রতীক বরাদ্দ রেখেছে। এগুলো হল- কেটলি, বৈয়াম, গ্লাস, মুলা, পানপাতা, মোড়া, পিঞ্জর, শিল পাটা, টিস্যু বক্স ও স্টিলের আলমারি।