জাবি ছাত্রের বিরুদ্ধে দর্শনার্থী লাঞ্ছনার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে এসে এক ছাত্রের হাতে সস্ত্রীক লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন এক দর্শনার্থী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2015, 08:59 PM
Updated : 11 April 2015, 08:59 PM

শনিবার এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন দর্শনার্থী মো.আব্দুর রাজ্জাক।

লিখিত অভিযোগে তিনি বলেন, “আমি গত শুক্রবার দুপুরে আমার স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলসংলগ্ন লেকের পাড়ে বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী আবু সাদাত সায়েমসহ তিন জন এসে আমার পরিচয় জানতে চায়। আমি আমার  বন্ধুর পরিচয় দিতে গেলে তারা আমাকে বহিরাগত বলে মারধর করে এবং আমার স্ত্রীকে লাঞ্ছিত করে।”

মারধরের বিষয়টি স্বীকার করে সায়েম বলেন, “তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় আমরা তার সম্পর্কে জানতে চাই। এতে সে উদ্ধত আচরণ করলে আমার হলের জুনিয়ররা তাকে মারধর করে।”

এসময় সায়েম নিজেকে ছাত্রলীগকর্মী এবং হল শাখা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি বলে দাবি করেন।

তবে শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকেই তো নিজেকে ছাত্রলীগের কর্মী বলেন। তবে সায়েম ছাত্রলীগের কোনো কমিটিতে নেই।”

অভিযোগের বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি শুনেছি, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”