রাজনৈতিক মদদ ছাড়া জঙ্গিবাদ সম্ভব নয়: আইজিপি

রাজনৈতিক শক্তির মদদ না থাকলে কোন দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 06:48 PM
Updated : 31 March 2015, 07:29 PM

মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে পুলিশ প্রধান এ কথা বলেন।

তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে জঙ্গিবাদের যে উত্থান হলো, এই জঙ্গিবাদ উত্থানের পেছনে যদি রাজনৈতিক শক্তি না থাকতো তাহলে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারত না।

“রাজনৈতিক শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় অনেক সময় অনেক দেশে কিন্তু অপশক্তি সুযোগ পেয়ে মাথাচাড়া দিয়ে উঠে।”

সার্ক কালচাল সোসাইটির উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ প্রধান বলেন, “জঙ্গিবাদ শেষ করতে হলে রাজনৈতিক শক্তি লাগে, সদিচ্ছার প্রয়োজন। তা না হলে অপশক্তি রয়ে যায়। আমরা তা দেখেছি।”

“এত বছর পর এখনও আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের চেষ্টা করা না হলে এ স্লোগান দিতে হতো না।”

“২০১৩ সালের ৫ মে হেফাজত রাজধানীতে এসে যে তাণ্ডব চালিয়েছে, আমরা জনগণের সহায়তায় তাদেরকে সরিয়ে দেশকে রক্ষা করেছি।”

সাধুবাদের জন্য নয়, দেশকে রক্ষার জন্যই সেদিন হেফাজতকে তাড়ানো হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “আপনাদের বুঝতে হবে যে কে সাম্পদায়িকতা চায় আর কে চায় না।”

গত তিন মাসে দেশে চলা নাশকতার অধিকাংশ সহিংসতাকারী ও নাশকতাকারীকে জনতা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলেও জানান শহীদুল।

অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বক্তব্য দেন।