কুমিল্লায় পেট্রোল বোমাসহ দুজনকে ধরে গণপিটুনি

কুমিল্লার নাঙ্গলকোটে গাড়িতে পেট্রোল বোমা ছোড়ার প্রস্তুতির সময় দুই যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। 

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2015, 06:39 AM
Updated : 5 Feb 2015, 06:39 AM

নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, নোঙ্গলকোটের তোঘরিয়ায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বুধবার রাত ১০টার দিকে ওই দুই যুবককে আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি পেট্রোল বোমা পাওয়া গেছে বলে জানান তিনি।

আটক মনিরুল ইসলাম (৩৪) লাকসাম এবং নজরুল ইসলাম ফয়েজ (৩১) মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা।

মনিরুল জামায়াতে ইসলামী এবং নজরুল বিএনপির কর্মী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান ওসি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনিরুল ও নজরুল মোটরসাইকেলে করে তোঘরিয়ায় এসে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল।

“স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করে ধরে পিটুনি দিয়ে থানায় খবর দেয়।”

রাত সাড়ে ১০টার দিকে দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেওয়া হয় বলে জানান তিনি।  

তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রুব্য আইনে মামলা হয়েছে।

গত মঙ্গলবার ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা, যাতে আগুনে পুড়ে আট জনের মৃত্যু হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেওয়ার পর নাশকতার এক ঘটনায় চৌদ্দগ্রামেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।