‘নিজের বোমায়’ শিবিরকর্মী আহত

অবরোধের মধ্যে চট্টগ্রাম নগরীতে হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2015, 11:16 AM
Updated : 21 Jan 2015, 11:22 AM

কোতোয়ালি থানার কদমতলীর কাছে আটমাসিং মোড়ে মঙ্গলবার রাতে এই শিবিরকর্মী নিজের ছোড়া বোমায় আহত হন বলে পুলিশের দাবি।

আহত মো. সাকিব (২১) নগরীর বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষার্থী। তিনি ছাত্রশিবিরের সাথী বলে জানান কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাকিব ও অন্য এক যুবক ব্যাটারিচালিত রিকশায় চড়ে যাওয়ার পথে একটি হাতবোমা ছোড়ে। দ্বিতীয়টি ছোড়ার সময় রিকশার হুডে লেগে বিস্ফোরিত হলে সাকিব আহত হয়।”

এসময় রিকশায় থাকা অন্য যুবকটি পালিয়ে গেলেও পুলিশ সাকিবকে গ্রেপ্তার করে বলে জানান ওসি। তাকে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সাকিবকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা করেছে।

বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি ঘটছে। অবরোধ সমর্থকরাই এই বোমাবাজি করছে বলে পুলিশের দাবি।

আগুন দেওয়ার সময় গ্রেপ্তার

অবরোধে বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সময় এক বিএনপিকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর অক্সিজেন বাস টার্মিনাল থেকে মো. ফারুক (৩১) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ থানার ওসি বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার কাছ থেকে একটি প্লাস্টিকের বোতলে এক লিটারের মতো পেট্রোল পাওয়া গেছে। সে টার্মিনালে দাঁড়ানো একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিল।”

ফারুক বিএনপির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে।