ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী সদরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রাকের ধাক্কায় এক জন নিহত হয়েছেন, আহত হন তার স্ত্রী ও বন্ধুসহ চারজন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 12:23 PM
Updated : 21 Dec 2014, 12:23 PM

রোববার বাড়ঘোড়িয়া এলাকায় দারোয়ানী-খানসামা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল আহমেদ (২২) দিনাজপুরের খানসামা উপজেলার টঙ্গুয়া ধনেপাড়া গ্রামের বাসিন্দা।

রুবেলের স্ত্রী আহত রেমি আক্তার, বন্ধু আলমগীর ও অপর মোটরসাইকেলের চালক সুজাউলকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া সুজাউলের স্ত্রী রুহুল নেসাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত উত্তরা ইপিজেডের ভেনচুরা লেদার ম্যানুফেকচার (বিডি) লিমিটেডের সুপারভাইজার রুহুল নেসা বলেন, সকাল সাড়ে ৭টার দিকে স্বামী সুজাউলের সঙ্গে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বাড়ঘোড়িয়া এলাকায় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিপরীত থেকে আসা  মালবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল চালক রুবেল আহমেদ নিহত হন।

নীলফামারী সদর থানার ওসি মো. শাহজাহান পাশা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা করতে রাজি না হওয়ায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।