তিস্তা বাঁধ দিয়ে ভারী যান চলাচল বন্ধ

তিস্তা বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় এর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধিনীলফামারী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 01:10 PM
Updated : 25 Nov 2014, 01:10 PM

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া পয়েন্টের (সাধারণ শাখা) নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে বাঁধের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মাহবুবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারী যানবাহনের প্রবেশ ঠেকাতে তিস্তা ব্যারেজের দুই পাশের সড়কে গোলপোস্ট ব্যারিকেড বসানো হয়েছে।

“তবে ব্যারেজের উপর হালকা যানবাহন চলাচল অব্যাহত রয়েছে এবং এসব যানবাহন থেকে কোনো টোল আদায় করা হবেনা।”

নির্বাহী প্রকৌশলী জানান, বাঁধের কোথায় কী ধরণের ক্ষতিসাধিত হয়েছে তা চিহ্নিত করে মেরামত করা হবে।

১৯৭৯ সালের ১২ ডিসেম্বর নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া এলাকায় তিস্তা নদীর ওপর দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প নির্মাণ শুরু হয়। ১৯৯১ সালে মূল ব্যারেজের নির্মাণকাজ এবং খাল খাটাসহ অন্যান্য কাজ শেষ হয় ১৯৯৮ সালের জুন মাসে।

এই অবস্থায় ২০০১ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ব্যারেজের উপর দিয়ে যান চলাচলের জন্য ইজারা প্রথা চালু করেন।

তখন থেকে তিস্তা ব্যারেজের দিয়ে পাথর, বালু ও মালামাল পরিবহণে ১০ চাকার অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচল শুরু করে।