ফুটবল মাঠে গাঁজা সেবন, সংর্ঘষে আহত ২০

গোপালগঞ্জে ফুটবল খেলা চলাকালে মাঠের পাশে গাঁজা সেবন নিয়ে দুই ইউনিয়ননের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2014, 10:50 AM
Updated : 30 July 2014, 10:50 AM

বুধবার কাঠি ইউনিয়ন ও কাজুলিয়া ইউনিয়নের লোকদের এ সংঘর্ষের সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করেছে।

এ ঘটনায় পুলিশ ১৪ জনকে আটক করেছে। আহতদের মধ্যে পাঁচ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, উপজেলার বাজুনিয়া পঞ্চপল্লী বঙ্কুবিহারী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপলক্ষে ১৬ টিমের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

বুধবার সকাল সাড়ে ৯টায় কাঠি ও ভোজেরগাতী গ্রামের মধ্যে উদ্বোধনী  খেলা শুরু হয়।

খেলা চলার সময় সকাল ১০টার দিকে কাজুলিয়া ইউনিয়নের ভোজেরগাতী গ্রামের শরিফুল মাঠের এক কোণে বসে গাঁজা সেবন করছিল। এ সময় পার্শবর্তী কাঠি গ্রামের এক যুবক আপত্তি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

ওসি জানান, এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রথমে ভোজেরগাতী ও কাঠি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। পরে দুটি ইউনিয়নের আরো লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২০ রাউন্ড শটগানের গুলি ও এক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি জাকির হোসেন মোল্লা আরো জানান, সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।