‘বিরতিহীন’ পরীক্ষার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

‘বিরতিহীন’ পাবলিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2014, 01:15 PM
Updated : 8 July 2014, 01:15 PM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেয়।

পাবলিক পরীক্ষার মধ্যে সরকারি ছুটির দিন ছাড়া অন্য কোনো বন্ধ থাকবে না বলে শিক্ষামন্ত্রীর  ঘোষণার প্রতিবাদ জানায় তারা।

মাত্র একদিনের ব্যবধানে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোনো বিষয়ের ভালো প্রস্তুতি নেয়া সম্ভব নয় বলে অভিমত তাদের।

এতে ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষাক্ষেত্রে নেয়া এই সিদ্ধান্তটি বছর ঘুরতেই আবার পাল্টে যেতে পারে।

“পরবর্তী বছরগুলোতে আবার বিরতি দিয়ে পরীক্ষা হবে। তখন বুয়েট, চুয়েট ও মেডিক্যালের মত প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় বিরতিহীন ব্যবস্থায় পরীক্ষা দেয়া শিক্ষার্থীরা অবশ্যই পিছিয়ে পড়বে।”

প্রশ্ন ফাঁসের দায়ভার না নিয়ে পদ্ধতি বদলে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ঝুঁকির মুখে ফেলা হচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারী শিক্ষার্থীদের।

সমাবেশে জেএসসি ও পিএসসি পরীক্ষায় দুই বিষয়ে পরীক্ষার মাঝে কমপক্ষে এক দিন এবং এসএসসি ও এইচএসসিতে বিষয়ভেদে তিন থেকে চার দিন বিরতি রাখারও দাবি জানানো হয়।

চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, ইস্পাহানি

পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।

গত ২ জুলাই সচিবালয়ে এইচএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিরতিহীন পাবলিক পরীক্ষার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।