হাটহাজারীতে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মিছিল নিয়ে পুলিশের উপর অতর্কিতে হামলা চালিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2013, 01:44 PM
Updated : 28 Oct 2013, 02:02 PM

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

জামায়াত-শিবিরের হামলায় দুই পুলিশ সদস্যসহ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বিএনপি কর্মীরা ছাড়া সাধারণ মানুষও রয়েছেন বলে জানান হাটহাজারী সার্কেলের এএসপি আফম নিজাম উদ্দিন।

আহতদের মধ্যে কনস্টেবল ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কনস্টেবল এনামুলকে হাটহাজারী সদরের একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়েছে।

এএসপি নিজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে তিনটার দিকে হরতালের সমর্থনে হাটহাজারী উপজেলা সদরে বিএনপি সমাবেশের কাছেই দায়িত্ব পালন করছিল পুলিশ সদস্যরা।

“এসময় জামায়াত-শিবিরের প্রায় দেড়শ নেতাকর্মীর একটি মিছিল সেখানে আসে। তারা বিনা উস্কানিতে অর্তকিতে পুলিশের ওপর হামলা চালায়। তাদের হামলায় কনস্টেবল ওসমান ও এনামুল আহত হন।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয় বলে জানিয়ে তিনি বলেন, সংষর্ষের সময় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়।

এর আগে উপজেলা সদরে হরতাল সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখী অবস্থান নিলে উত্তেজনা তৈরি হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।