চট্টগ্রামে ফের বিস্ফোরণ, বোমার সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রামের বাকলিয়াতে গভীর রাতে একটি বাড়িতে বিস্ফোরণের পর বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2013, 02:49 AM
Updated : 23 Oct 2013, 11:03 AM

বাকলিয়ার ওসি মো. মহসীন জানান, বাড়ির মালিক আসাদুল্লাহ আহমদকে (৪২) গ্রেপ্তারের পাশাপাশি তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। খোঁজা হচ্ছে আসাদুল্লাহর ছোট ভাই শেখ নসরুল্লাহকে।

শেখ নসরুল্লাহ জামায়াতে ইসলামীর রাজনীতিতে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে। পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে জামায়াত বা জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি তারা খতিয়ে দেখছে। 

বাকলিয়া থানার এস আই মো. আনোয়র হোসেন জানান, মঙ্গলবার রাত সোয়া ১টা থেকে দেড়টার মধ্যে রসুলপুর আবাসিক এলাকার দুই তলা রফিক মঞ্জিলের নিচতলায় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গান পাউডার ও বারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

নাশকতা সৃষ্টির জন্য ওই বাড়িতে বোমা বানানো হচ্ছিল বলে পুলিশের ধারণা।

বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়েছে কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
এর আগে গত ৭ অক্টোবর নগরীর লালখান বাজারে হেফাজতে ইসলাম নেতা মুফতি ইজাহারুল ইসলাম পরিচালিত মাদ্রাসার ছাত্রাবাসে বিস্ফোরণ ঘটলে পাঁচজন আহত হন, যাদের মধ্যে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরে ওই মাদ্রাসায় তল্লাশি চালিয়ে গ্রেনেডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় মুফতি ইজাহারের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।