রোহিঙ্গাদের দেড় কোটি ডলার সৌদি সহায়তা

মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ।

সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 11:54 AM
Updated : 20 Sept 2017, 01:23 PM

সৌদি প্রেস এজেন্সির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিং সালমান সেন্টারের ত্রাণ ও মানবিক বিভাগের কর্মকর্তা এবং সৌদি রয়েল কোর্টের উপদেষ্টা আব্দুল্লাহ আল রাবিহ এ সহায়তার কথা জানান।

বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইউএস হাউজ অব রিপ্রেজেন্টেটিভস সদর দপ্তরে মার্কিন-আরব সম্পর্ক বিষয়ক এক বৈঠকের পর রাবিহ রোহিঙ্গাদের জন্য সহায়তার বিষয়টি প্রকাশ করেন।

ছবি: রয়টার্স

তিনি বলেন, “রোহিঙ্গা উদ্বাস্তুদের অবস্থা দেখতে সৌদি কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশে যাচ্ছে।এই মুহূর্তে শরণার্থীদের জন্য ত্রাণ, মানবিক সাহায্য ও আশ্রয়সহ আর কী কী সহায়তা প্রয়োজন হতে পারে তা তারা দেখবেন।”

রাবিহ বলেন, “বাদশার নির্দেশে বেশ কিছু প্রকল্প আমরা হাতে নিয়েছি, আগে নেওয়া কিছু প্রকল্পের কাজ চলমান আছে।”