বাংলাদেশ থেকে প্রথম কার্ডিনাল হলেন প‌্যাট্রিক ডি রোজারিও

নতুন ১৭ ধর্মযাজককে কার্ডিনাল মনোনীত করেছেন পোপ ফ্রান্সিস, যার মধ‌্যে বাংলাদেশের আর্চবিশপ প‌্যাট্রিক ডি রোজারিও রয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2016, 10:15 AM
Updated : 10 Oct 2016, 03:35 PM

সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ‌্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে নতুন কার্ডিনালদের তালিকায় বাংলাদেশের খ্রিস্টান ক‌্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু প‌্যাট্রিক ডি রোজারিওর নাম দেখা যায়।

বাংলাদেশ থেকে তিনিই প্রথম কার্ডিনাল হলেন। অর্থাৎ পরবর্তী পোপ নির্বাচনে একজন বাংলাদেশিও ভোট দেবেন। পোপও কার্ডিনালদের মধ‌্য থেকেই নির্বাচিত হন।

রোমের ভ‌্যাটিকানে রোববার সাপ্তাহিক ভাষণে ক‌্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস অপ্রত‌্যাশিতভাবেই নতুন ১৭ কার্ডিনালের নাম ঘোষণা করেন বলে ভ‌্যাটিকান রেডিওর প্রতিবেদনে বলা হয়।

বাংলাদেশি প‌্যাট্রিক রোজারিও ছাড়া অন‌্য ১৬ জন এসেছেন ইতালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, স্পেন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভেনেজুয়েলা, বেলজিয়াম, মরিশাস, মেক্সিকো, মালয়েশিয়া, লেসেথো, আলবেনিয়া ও পাপুয়া নিউ গিনি থেকে। এর মধ‌্যে ইতালি থেকে দুজন এবং যুক্তরাষ্ট্রের তিনজন কার্ডিনাল হয়েছেন।

প‌্যাট্রিক ডি রোজারিও

আগামী ১৯ নভেম্বর তারা আনুষ্ঠানিকভাবে কার্ডিনাল হিসেবে অভিষিক্ত হবেন বলে পোপ জানান।

এই কাডির্নালদের মধ‌্য থেকে যাদের বয়স ৮০ বছরের নিচে, তারা পোপ নির্বাচনে ভোট দিতে পারেন।

নতুন কার্ডিনালদের মধ‌্যে বাংলাদেশি প‌্যাট্রিক ডি রোজারিওসহ ১৩ জনের বয়স ৮০ বছরের নিচে, অর্থাৎ তারা পোপ নির্বাচনের অধিবেশনে যোগ দিতে পারছেন। নতুন অন‌্য চার কার্ডিনালের বয়স ৮০ বছরের বেশি।

১৯৪৩ সালে বরিশালের পাদ্রিশিবপুরে জন্ম নেওয়া প‌্যাট্রিক ডি রোজারিও ২০১১ সালে ঢাকার আর্চবিশপ বা বাংলাদেশে ক‌্যাথলিকদের প্রধান ধর্মগুরুর দায়িত্ব নেন।

পোপের সঙ্গে প‌্যাট্রিক ডি রোজারিও (ফেইসবুক থেকে নেওয়া ছবি)

 

তৎকালীন ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান পোপ ষোড়শ বেনেডিক্ট তাকে বাংলাদেশের আর্চবিশপ হিসেবে মনোনীত করেছিলেন। পোপ ষোড়শ বেনেডিক্টের কাছ থেকে পলিউম সম্মাননাও তিনি নিয়েছিলেন, যা ক‌্যাথলিক যাজকদের সর্বোচ্চ সম্মাননা।

বিভিন্ন সেমিনারিতে দীর্ঘ প্রশিক্ষণের পর তিনি হলি ক্রস সংঘের আওতায় ১৯৭২ সালে ফাদার বা পুরোহিত হন।

১৯৯০ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি রাজশাহীর এবং ১৯৯৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি চট্টগ্রামের বিশপের দায়িত্ব পালন করেন। তারপর ঢাকার সহকারী আর্চবিশপের দায়িত্বেও ছিলেন এক বছর।