ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দিন, মালিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের আগে পোশাক শিল্পসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস ও তাদেরকে ‘পর্যায়ক্রমে ছুটি’ দেওয়ার জন্য মালিকদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2016, 11:07 AM
Updated : 23 June 2016, 11:07 AM

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে সার্বিক আইনশৃঙ্খলা, পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও যানজটমুক্ত নিরাপদ সড়ক বিষয়ক এক সভা শেষে তিনি এ আহ্বান জানান।

শ্রমিকরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং ভালোভাবে কর্মস্থালে ফিরতে পারে সভায় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এজন্য মহাসড়কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব স্থানে দুর্ঘটনা বেশি হয় সেখানে ফায়ার সার্ভিসসহ প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনী থাকবে; থাকবে পর্যবেক্ষণ টাওয়ারও।

দেশে ৫ হাজার ৭৩৮টি পোশাক কারাখানা আছে জানিয়ে তিনি বলেন, ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংকসহ সব সরকারি অফিসে ১ থেকে ৯ জুলাই ছুটি থাকলেও শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে শিল্প এলাকার ব্যাংকের শাখা ২ ও ৩ জুলাই খোলা থাকবে।

৪ জুলাই ওইসব ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।