‘মধ্য মার্চে’ ১৫ পৌরসভায় ভোটের পরিকল্পনা

দ্বিতীয় ধাপে মধ্য মার্চে অন্তত ১৫টি পৌরসভায় ভোট করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2016, 02:57 AM
Updated : 14 Jan 2016, 03:14 AM

শিগগিরই কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

দেশের ৩২৩ পৌরসভার মধ্যে ৩০ ডিসেম্বর ২৩৩ পৌরসভায় ভোট হয়। স্থগিত একটি পৌরসভায় পুনঃভোট হয়েছে ১২ জানুয়ারি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা নির্বাচন উপযোগী আরও ৪৮টি পৌরসভার একটি তালিকা করেছে। সীমানা ও মামলা জটিলতায় কিছু পৌরসভার নির্বাচন আটকে রয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম জানান, মার্চের শেষে ইউনিয়ন পরিষদের ভোট আয়োজনের পরিকল্পনা চলছে। এইচএসসি পরীক্ষার পর আবার চলবে ইউপি ভোট।

“এ অবস্থায় ইউপি ভোটের আগেই নির্বাচন উপযোগী পৌরসভার ভোট শেষ করতে হবে। এ বিষয়ে কমিশনে আলোচনা চলছে,” বলেন তিনি।

মার্চের মধ্যে ভোট করা যাবে এমন পৌরসভাগুলো হচ্ছে- কালীগঞ্জ, চরফ্যাশন, শাহরাস্তি, হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি, কবিরহাট, নাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, মহেশখালী, সোনাগাজী, টেকনাফ, সেনবাগ ও নোয়াখালী।

ইসি কর্মকর্তারা বলছেন, মেয়াদ পূর্ণ হওয়া সাপেক্ষে নির্ধারিত সময়েই বাকি পৌরসভাগুলোর নির্বাচন করা হবে।

৭১ শতাংশ ভোট পড়েছে পুনঃভোটে

মঙ্গলবার মেয়র পদে পুনঃভোট হওয়া সাত পৌরসভায় গড় ভোট পড়েছে ৭১.১০ শতাংশ। এর মধ্যে ঠাকুরগাঁয়ে ৬৯.৯০ শতাংশ, সৈয়দপুরে ৬৯.০১ শতাংশ, উলিপুরে ৭৫.৪০ শতাংশ, বেতাগীতে ৭৭.৪২ শতাংশ, নরসিংদীতে ৮২.৮৭ শতাংশ, কালকিনিতে ৭৬.৫৪ শতাংশ ও চৌমুহনীতে ৬১.৭৫ শতাংশ ভোট পড়ে।

এর আগে ৩০ ডিসেম্বর ২০৭ পৌরসভায় ৭৪ শতাংশ ভোট পড়ে।