অর্থ নিয়ে যুদ্ধাপরাধীদের রক্ষায় অ্যামনেস্টি: প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মুক্তিযোদ্ধাদের বিচারের আওতায় আনার কথা বলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2015, 12:49 PM
Updated : 8 Nov 2015, 12:49 PM

অর্থের বিনিময়ে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি ওই ‘গর্হিত কাজ’ করেছে বলে তার অভিমত।

রোববার সকালে গণভবনে সংবাদ সম্মেলনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “অ্যামনেস্টি অত্যন্ত গর্হিত কাজ করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করেছি; করব।”

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মো. মুজাহিদের চূড়ান্ত রায় শেষে রিভিউ শুনানির আগে গত ২৭ অক্টোবর এক বিবৃতিতে অ্যামনেস্টি বলে, একাত্তরে মুক্তিযোদ্ধারাও ‘গুরুতর অপরাধ’ করেছিলেন, কিন্তু এজন্য একজনের বিরুদ্ধেও কোনো তদন্ত কিংবা বিচার হয়নি।

অ্যামনেস্টি অর্থের বিনিময় এই বিবৃতি দিয়েছে অভিমত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মোটা অংকের কিছু পেয়ে গেছে।”

গণভবনে ওই সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের মামলার কার্যক্রম দ্রুত শেষ করার বিষয়েও তাগিদ দেন শেখ হাসিনা।

তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করতে হবে; সে ব্যবস্থা নিতে হবে।”

গত ১৬ জুন একাত্তরের বদর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদের যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে। আর মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের ত্রাস সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিলের রায় আসে ২৯ জুলাই।

দুই আপিলের রায়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বহাল থাকে। তাদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় একই দিনে, ৩০ সেপ্টেম্বর।

দণ্ড কার্যকরের আগে দুই যুদ্ধাপরাধীর শেষ আইনি সুযোগ রিভিউ আবেদন, যার শুনানির জন্য ১৭ নভেম্বর দিন নির্ধারিত রয়েছে।

তবে এরই মধ্যে এই বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে।