সাত ঘণ্টা পর পূর্বাঞ্চলের ট্রেন চলাচল শুরু

সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2015, 12:49 PM
Updated : 13 Sept 2015, 12:49 PM

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী স্টেশন মাস্টার মঈনুল হোসেন জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 

এর আগে বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রামগামী একটি কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মঈনুল হোসেন জানান, দুর্ঘটনার পরপর আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যে যাত্রা শুরু করেছে বলে জানান তিনি।