কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে রোববার

গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদ-উল ফিতরের ছুটি শেষে প্রায় দেড়মাস পর রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 07:31 AM
Updated : 1 August 2015, 07:31 AM

শনিবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. মজিবুর রহমান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক জানান, ঈদ-উল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ২ অগাস্ট থেকে খুলছে বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। যাতে শিক্ষার্থীরা ক্লাস শুরু হওয়ার আগেই ক্যাম্পাসে চলে আসতে পারে।

গত ২৮ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদ-উল ফিতর উপলক্ষে গত ১৯ জুন থেকে ১ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল।