বান্দরবানে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

টানা ভারি বর্ষণে বান্দরবান সদর, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2015, 12:43 PM
Updated : 26 July 2015, 12:43 PM

রোববার সকাল পর্যন্ত জেলায় অন্তত ১৮শ পরিবার বন্যা কবলিত হয় বলে সদর উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছে।

বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটিসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

তবে, টানা চারদিনের বর্ষণে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে আসা বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থাসহ ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানান তিনি।

ইউএনও আরও জানান, প্রয়োজনের সময় কাজ করতে সেনাবাহিনী একটি বিশেষ মেডিকেল টিম গঠন করে প্রস্তুত রেখেছে।

এদিকে, দুপুরে জেলা শহরে সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসন খাবার ও কাপড়চোপড়সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

প্লাবিত এলাকাগুলো হচ্ছে জেলা শহরে উজানী পাড়া, মধ্যম পাড়া, বালাঘাটা স্বর্ণমন্দির এলাকা, ইসলামপুর, কাসেম পাড়া, বনানী স মিল, আার্মি পাড়া, ওয়াপদা ব্রিজ, হাফেজ ঘোনা।

এছাড়া লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয় বলে জানান নাইক্ষ্যংছড়ির স্থানীয় সাংবাদিক আব্দুল হাদি এবং লামার সাংবাদিক মো. জামাল উদ্দিন।

</div>  </p>