খেলোয়াড় ও কোচের জামিনের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী।

)<div class="paragraphs"><p>খেলোয়াড় ও কোচের জামিনের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী।</p></div>
সমগ্র বাংলাদেশ

‘পুলিশকে মারধর’ : রাজশাহীতে গ্রেপ্তার কোচ ও ৬ খেলোয়াড়ের জামিন

Byরাজশাহী প্রতিনিধি

সদ্য সমাপ্ত যুব গেমসে অংশ নিয়ে ফেরার সময় রাজশাহীতে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগের মামলায় গ্রেপ্তার কোচ ও ছয় খেলোয়াড় জামিন পেয়েছেন। 

মঙ্গলবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মো. লিটন হোসেন তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আইনজীবী মাইনুর রহমান। 

জামিনপ্রাপ্তরা হলেন, আলী আজম (১৯), আকাশ আলী মোহন (২০), রিমি খানম (১৯), পাপিয়া সারোয়ার ওরফে পূর্ণিমা (১৯), দিপালী (১৯), সাবরিনা আক্তার (১৯) এবং তাদের কোচ আহসান কবীর (৪৫)। 

আইনজীবী মাইনুর রহমান জানান, শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে অংশ নিয়ে ঢাকা থেকে ফেরার সময় রোববার জাতীয় জরুরি সেবায় (৯৯৯) কর্মরত পুলিশ কনস্টেবল গোলাম কিবরিয়ার সঙ্গে খেলোয়াড়দের হাতাহাতি হওয়ার অভিযোগ উঠে। 

এ ঘটনায় পুলিশকে মারধর ও তার স্ত্রী রাজিয়া সুলতানা জয়ার গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে রেলওয়ে থানায় একটি মামলা করেন রাজিয়া। 

সেই মামলায় রোববার দুপুরে রাজশাহী রেলস্টেশন থেকে কোচ ও খেলোয়াড়সহ ১২ জনকে গ্রেপ্তার করে রোববার রাতে আদালতে পাঠায় পুলিশ। 

এদের মধ্যে সোমবার অপ্রাপ্তবয়স্ক পাঁচ খেলোয়াড়ের জামিন হয়েছিল বলে জানান আইনজীবী।

SCROLL FOR NEXT