লাইফস্টাইল

ত্বকে কালচে ছোপ? দূর করার রয়েছে উপায়

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সঠিক পদ্ধতিতে ত্বকের যত্ন নিলে এসব দাগ হালকা হতে থাকে।

শিবানি’জ অ্যারোমার কর্ণধার শিবানি দে প্রাকৃতিক উপাদানের সাহায্যে ঘাড়, গলা, হাত, পা, হাঁটু, কনুই ইত্যাদি স্থানের কালচে দাগ দূর করার উপায় সম্পর্কে জানান।

তিনি বলেন “রূপচর্চায় প্রাকৃতিক উপাদানের ব্যবহার ত্বকে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া করে না। এর ফলাফলও ভালো হয়।”

তবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে ধৈর্য্য হারা হলে হবে না। এগুলো কাজ করতে কিছুটা সময় নিলেও ফলাফল ভালো হয় বলে জনান তিনি।

কালচে দাগ দূর করার ঘরোয়া প্যাক তৈরির উপায়

উপকরণ- চালের গুঁড়া দুই চা-চামচ, বেসন দুই চা-চামচ, হলুদ গুঁড়া দুই চা-চামচ, ক্যাওলিন ক্লে এক চা-চামচ, টক দই দুই চা-চামচ, কমলার খোসা বাটা দুই চা-চামচ, মধু এক চা-চামচ এবং জলপাইয়ের তেল এক চা-চামচ।

পদ্ধতি

উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে। থকথকে পেস্ট তৈরি হয়ে গেলে মিশ্রণটি একটা পাত্রে সংরক্ষণ করে হবে।

দিনের যেকোনো সময়ই এই প্যাক ঘাড় গলা বা কোনো কাল দাগ আছে এমন স্থানে ব্যবহার করতে হবে।

প্যাক ব্যবহারের পরে শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।

নিয়মিত ব্যবহারে ঘাড়, গলা, হাত, পা, কনুই ইত্যাদি স্থানের কালো দাগ দূর হবে।

আরও পড়ুন

SCROLL FOR NEXT