চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের ৩ প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

Byচট্টগ্রাম ব্যুরো

রোববার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নুরের আদালতে অভিযোগটি করেন তিনি।

চট্টগ্রাম বন্দরের মেরিন ওয়ার্কশপের উপ-প্রধান প্রকৌশলী এমদাদুল হক, দুই নির্বাহী প্রকৌশলী আসিফ মাহমুদ ও মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।

অভিযোগকারী আওয়ামী লীগনেতা ইলিয়াস গত ২৮ ডিসেম্বর মেরিন ওয়ার্কশপ কার্যালয়ে প্রকৌশলী এমদাদুল হককে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বন্দরের করা মামলায় ইলিয়াস জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়ে আদালতে ঘুষ দাবির অভিযোগ করলেন।    

ইলিয়াসের আইনজীবী রফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুদক আইনে অভিযোগটি করা হয়েছে।

“এ ঘটনায় বন্দর থানায় মামলা করতে যাওয়া হয়েছিল কি না এবং দুদককে অবহিত করা হয়েছে কি না তা জানতে চেয়েছে আদালত।”

এ বিষয়ে প্রতিবেদনের পর আাদলত পরবর্তী নির্দেশনা দেবে বলে জানান তিনি। 

আইনজীবী রফিকুল বলেন, “মোহাম্মদ ইলিয়াস বন্দরের একজন নিয়মিত ঠিকাদার। তিনি গত ২৮ ডিসেম্বর একটি দরপত্রের ফরম জমা দিতে গেলে অভিযুক্ত প্রকৌশলীরা দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগে বলা হয়েছে।

“এছাড়া ঘুষ দিতে না চাইলে প্রকৌশলী এমদাদ ও অপর দুইজন মিলে তাকে গালিগালাজ ও মারধর করে বলে অভিযোগে বলা হয়েছে।”

SCROLL FOR NEXT