ক্রিকেট

বাংলাদেশের ফাঁস ‘ডট বল’

Byক্রীড়া প্রতিবেদক

রঙিন পোশাকের দুই সংস্করণেই বাংলাদেশর বড় সমস্যা ডট বল। সংস্করণটি সংক্ষিপ্ত বলে টি-টোয়েন্টিতে এটি বড় প্রভাব ফেলে ম্যাচের ফলে। বাংলাদেশ অনেক সময় ইনিংসের অর্ধেক বল থেকেই করতে পারে না রান। ডট বলের চাপে পড়ে বড় শট খেলতে গিয়ে উইকেট হারানোর নজির আছে অসংখ্য।

আরেকটি টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে যথারীতি আলোচনায় সেই ডট বল। নিজেদের এই দুর্বলতা মেনে নিলেন মাহমুদউল্লাহ। অধিনায়কের চাওয়া, এবার ডট বলের জাল ছিঁড়ে বের হবে দল।

“এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। টি-টোয়েন্টিতে ডট বলের পারসেন্টেজ অনেক বেশি প্রভাব ফেলে। যত কম হয়, তত ভালো। ডট বল না খেলে যদি সিঙ্গেল নেওয়া যায় বা প্রান্ত বদলানোয় মনোযোগ দিতে পারি, তাহলে খুব ভালো হয়।”

“টি-টোয়েন্টিতে সফল সব দলের মাঝেই ব্যাপারটা থাকে। যাদের ডট বলের হার কম থাকে, তাদের সফলতার হার বেশি থাকে। আমাদেরও সেই চেষ্টা থাকবে। কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ।”

SCROLL FOR NEXT