ক্রিকেট

শুভাগতর ভূমিকায় নাসির

Byক্রীড়া প্রতিবেদক

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, শুভাগত হোম চৌধুরীর ভূমিকায় দলে এসেছেন নাসির।

“নাসিরকে আমরা অন্যভাবে বিবেচনা করেছি। অস্ট্রেলিয়ার অনেকগুলো বাঁহাতি ব্যাটসম্যান আছে। মিরাজের সঙ্গে বাড়তি অফ স্পিন করতে পারে, ব্যাটিং করতে পারে এমন কাউকে আমরা চেয়েছি। যা শেষ হোম সিরিজে শুভাগত হোম আমাদের হয়ে করেছে। সেই হিসেবে নাসির এসেছে।”

জাতীয় ক্রিকেট লিগে চার ইনিংসে ১০৯.৩৩ গড়ে নাসির করেন ৩২৮ রান। ক্যারিয়ার সেরা ২০১ রানের ইনিংস খেলেছেন সেই আসরেই।

প্রধান কোচ চন্দিকা হাথুরুরসিংহে মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন নাসির।

“নাসির যেভাবে খেলছে সেভাবে খেলতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে। তাছাড়া মোসাদ্দেক চোখের সমস্যায় ভুগছে। তার জন্য আমাদের বিকল্প খেলোয়াড় তৈরি রাখা দরকার ছিল।” 

এ পর্যন্ত খেলা ১৭ টেস্টে ৮টি উইকেট পেয়েছেন নাসির। ৩৭.৩৪ গড়ে করেছেন ৯৭১ রান।

SCROLL FOR NEXT