ক্রিকেট

হতাশার হারের সঙ্গী বিব্রতকর রেকর্ড

Byক্রীড়া প্রতিবেদক

আগের রেকর্ডটি ঊনবিংশ শতাব্দীর। ১৮৯৪ সালের ডিসেম্বরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮৬ রানের বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে করে ৪৩৭ রান। জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য তাড়ায় ১৬৬ রানে থামে স্বাগতিকরা, হারে ১০ রানে।

বেসিন রিজার্ভে ৮ উইকেটে ৫৯৫ রানের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। নিউ জিল্যান্ডকে ৫৩৯ রানে অলআউট করে ৫৬ রানের লিডও নেয় মুশফিকুর রহিমের দল।

দ্বিতীয় ইনিংসে এক সময়ে বাংলাদেশের স্কোর ছিল বিনা উইকেটে ৫০। সে সময় দল এগিয়ে ছিল ৫৬ রানে। সেখান থেকে ১১০ রানে শেষ ১০ উইকেট হারানোয় বড় পুঁজি পায়নি তারা।

২১৭ রানের লক্ষ্য তাড়ায় দ্রুত ২ উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো নিউ জিল্যান্ড ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় কেন উইলিয়ামসন ও রস টেইলরের দৃঢ়তায়।

SCROLL FOR NEXT