ক্রিকেট

ফিল্ডিংয়ে ভালো করার তাগিদ মুশফিকের

Byক্রীড়া প্রতিবেদক

বৃহস্পতিবার ওয়েলিংটনে প্রথম টেস্টে কেন উইলিয়ামসনের দলের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে এল ফিল্ডিং প্রসঙ্গ। সেখানে কোনো সুযোগ হাতছাড়া না করার প্রত্যয় জানালেন অধিনায়ক।   

“অবশ্যই ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা চাইব না টম ল্যাথাম, রস টেলর বা কেন উইলিয়ামসনকে সুযোগ দিতে। সব কটা সুযোগ লুফে নেওয়ার ব্যাপারটি আমাদের নিশ্চিত করতে হবে।”

স্লিপ ও গালির ফিল্ডারদের সবসময় তৎপর থাকার তাগিদ মুশফিকের কণ্ঠে।

“অবশ্যই স্লিপ, গালিতে ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ হবে। এই উইকেটে ক্যাচগুলি পেছনে আসার সম্ভাবনা বেশি। তো কিপার, গালি, স্লিপে আমরা যারা থাকি, তাদের দায়িত্ব বেশি।”

ফিল্ডাররা সুযোগ দুই হাতে কাজে লাগালে টেস্ট সিরিজে বাংলাদেশের ভালো করার সম্ভাবনাও বাড়বে।

SCROLL FOR NEXT