বাংলাদেশ

‘প্রমাণ হলো, তারেক দুর্নীতি করেননি’

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

তারেকের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও তিনি মন্তব্য করেছেন।

ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন রোববার এ মামলার রায় ঘোষণা করেন।

ঘুষ হিসাবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে দুদকের এই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেককে বেকসুর খালাস দেয়া হলেও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছর কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। 

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিজভী বলেন, “আমি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে বলছে, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এ যাবত যেসব দুর্নীতির অভিযোগ ও মামলা করা হয়েছে, তা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ রায়ে প্রমাণিত হয়েছে, তারেক রহমান কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন।”

রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে দলের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে বলে জানান রিজভী।

নয়া পল্টনে কড়া পুলিশি পাহারার মধ্যে বিএনপি কার্যালয়ে রায়ের খবর পৌঁছানোর পর অবরুদ্ধ কার্যালয়ের অফিসকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা  যায়।

বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে আনন্দ মিছিল করেন এবং মিষ্টি বিতরণ করেন।  

SCROLL FOR NEXT