বাংলাদেশ

মুক্তিযোদ্ধা চুল্লুর জানাজা বুধবার

Byনিজস্ব প্রতিবেদক

সদ্যপ্রয়াত এই মুক্তিযোদ্ধার ভাতিজা আফসান নোমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানিয়েছেন।

একাত্তরের গেরিলা যোদ্ধা মাসুদ সাদেক চুল্লু হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার ঢাকার বনানীর ওল্ড ডিওএইচএসে তার বাড়িতে মারা যান। তার মরদেহ এখন হাসপাতালের হিমঘরে রয়েছে।  

আফসান জানান, মেয়ে সানজানা সাদেক বুধবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন। তারপর মরদেহ বনানীর ওল্ড ডিওএইচএসের বাসায় আনা হবে।

পরিবার ও স্বজনদের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর হবে জানাজা। তারপর বনানী কবরস্থানে মায়ের কবরে মাসুদ সাদেককে সমাহিত করা হবে বলে আফসান জানান।

মাসুদ সাদেকের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়ার বিষয়ে পারিবারিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান আফসান।

মাসুদ সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের ছোট ভাই এবং বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের দেবর।

একাত্তরে ঢাকায় যে তরুণদের গেরিলা হামলা পাকিস্তানি বাহিনীকে অস্বস্তিতে ফেলেছিল, সেই ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন মাসুদ সাদেক।

ক্র্যাক প্লাটুনের সদস্য শাফি ইমাম রুমী, বদিউল আলম বদি, আব্দুল হালিম চৌধুরী জুয়েলের সঙ্গে চুল্লুও যুদ্ধের এক পর্যায়ে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। তিনি বেঁচে ফিরতে পারলেও অন্যরা শহীদ হন।

SCROLL FOR NEXT