আফগানিস্তানে ৯,৮০০ সেনা রাখবে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে এ বছরের শেষ দিকে যুদ্ধাভিযানের সমাপ্তি টানার পর দেশটিতে ৯ হাজার ৮শ’ মার্কিন সেনা রাখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2014, 06:57 PM
Updated : 27 May 2014, 06:57 PM

যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী এ বছর শেষদিকে মার্কিন সেনা প্রত্যাহার হলে আফগানিস্তানে বর্তমান সেনাসংখ্যা ৩২ হাজার থেকে কমে আসবে। পরের বছর তা আরো কমে অর্ধেকে নেমে আসবে এবং ২০১৬ সালের শেষ নাগাদ প্রায় সব সেনা প্রত্যাহার হয়ে যাবে।

আফগানিস্তানে থেকে যাওয়া বাদবাকী সেনারা আফগান বাহিনীকে প্রশিক্ষণ দেবে এবং সন্ত্রাস-বিরোধী অভিযানে সহায়তা করবে।

ওবামার পরিকল্পনা অনুযায়ী, ৯ হাজার ৮ শ’ সেনা আগামী বছর পর্যন্ত আফগানিস্তানে থাকবে। ২০১৫ সালের শেষদিকে এ সংখ্যা মোটামুটি অর্ধেকে নামিয়ে আনা হবে এবং ২০১৬ সালের শেষে তা আরো কমানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রোববার আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠককালে এ ব্যাপারে সিদ্ধান্ত নেন ওবামা। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে মঙ্গলবারই তার এ সিদ্ধান্ত ঘোষণা করার কথা।

বর্তমান আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই মার্কিন সেনা রাখার এমন চুক্তি সই করতে আপত্তি জানালেও দেশটির পরবর্তী প্রেসিডেন্ট চুক্তিটি সই করবেন বলে আশাবাদী ওবামা প্রশাসন।

আফগানিস্তানে কারজাইয়ের স্থলাভিষিক্ত হওয়ার পথে এগিয়ে রয়েছেন দুই প্রার্থী। তাদের একজন আবদুল্লাহ আবদুল্লাহ এবং অপরজন আশরাফ গনি।

দুজনই ১৪ জুনের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে যত তাড়াতাড়ি সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে সেনা সংক্রান্ত ওই নিরাপত্তা চুক্তি সই করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।